নেত্রকোণায় বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় চতুর্থ কোয়ার্টার এর প্যাকেজ প্রশিক্ষণের উদ্বোধন ও তৃতীয় কোয়ার্টার এর প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান সার্কিট হাউস, নেত্রকোণা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা পারভীন, মহাপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোয়ারা ইশরাত, পরিচালক (যুগ্মসচিব), মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ আরও অনেকে।
এরপর নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য বিক্রয়ের জন্য সেলস্ এন্ড ডিসপ্লে সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।