সারাদেশে এক যোগে “বঙ্গবন্ধুর বাংলার বৈষম্যের ঠাই নাই” এই স্লোগানকে ধারণ করে নেত্রকোণায় বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ নেত্রকোণার আয়োজনে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি শাহানুর কবীর খোকন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল আলম সিরাজ, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসেম মিয়া, মোঃ জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, বাধন খান রবি, মোঃ জহিরুল ইসলামসহ জেলার সকল নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় বেতন স্কেলের ১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের বেতন বৈষম্য নিরসনসহ সকল দাবি গুলো নিরসনের কথা ব্যক্ত করেন।