সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

নেত্রকোণায় বালু ব্যবসায়ী এ কে এম শামীমের রিরুদ্ধে পারিবারিক গুরস্থানের মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২১ মে, ২০২২
  • ৬২৩ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার সদর উপজেলার মেদনী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল হেকিমের পারিবারিক গুরস্থানের মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে।

এ ঘটনাটি হয় নিশ্চিন্তপুর গ্রামের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিশ্চিন্তপুর মৌজায় যার বিআরএস দাগ নং-৩৮৮ বিআরএস খতিয়ান নং- ২৯৬ জমির শ্রেনী কান্দা জমির পরিমান ১৭ শতাংশ জমি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আমরা জানি এই জমিটি আব্দুল হেকিম পিতা মৃত উমেদ আলী তাদের। দীর্ঘদিন যাবৎ এই জমিটি বাড়ির আঙ্গিনা হিসেবে ব্যবহার করে আসতেছে। তবে শামীম একজন বালু ব্যবসায়ী সে আমাদের এলাকায় আওয়ামী রাজনীতির সাথে জড়িত বলে নেতা দাবি করে । তবে এলাকার কেউ জানে না সে রাজনৈতিক দলের কোন পদে আছে। শুধু বলেই যায় সে আওয়ামী রাজনীতি করে। আর এলাকায় বিশাল প্রভাব কাটায়। সে প্রভাব কাটিয়ে এই কবর স্থানের মাটি শহরে বিক্রি করে দিয়েছে। এলাকার লোকজন বলেন শামীম দলীয় দাপট দেখিয়ে এখানে বিশাল প্রভাব কাটিয়ে চলে। আব্দুল হেকিম বলেন, এখানে ৪ টি কবর ছিল সে কবরের জমির মাটি নিয়ে বিক্রি করে। আজিজা আক্তার খাতুন বলেন আমাদের পারিবারিক গুরুস্থানের মাটি শামীম বিক্রি করে দিয়েছে এখানে ৪ জনের কবর ছিল। নিশ্চিন্তপুর গ্রামের বাবুল মিয়া বলেন, কবরের মাটি নেওয়াটা ঠিক হয়নি, তবে সে একটু দুষ্ট প্রক্রিতির লোক। সোয়াব আলী বলেন সে নেত্রকোণা শহরে থাকে এলাকায় এসে বিশাল প্রভাব দেখায়।এখানে থেকে বালু বিক্রি করে।

বাদীর নাম- ইদ্রিস আলী, পিতা-মৃত- ছামির শেখ ।

এ বিষয়ে ইদ্রিস আলী বলেন, এই জায়গায় আমাদের পরিবারের ৪ টি গুরুস্থান ছিল কিন্তু আমি বাড়িতে না থাকায় সুযোগ করে এই গুরস্থানের মাটি নিয়ে বিক্রি করে দেয় শামীম মিয়া। এখন আমাদের বাড়ির মাটি সব এই কবরের নিচু জায়গায় ভেঙ্গে চলে আসতেছে। এ ঘটনার কারনে আমি আদালতে আমি একটি মামলা করেছি যার মামলা নং- CR ২৯০(১)২০২২।

তাই আমি এবং আমার পরিবারের সকলেই তার সঠিক বিচার দাবি করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin