বিএনপির চেয়ারপার্সন তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সু-চিকিৎসার দাবিতে নেত্রকোণায় বিএনপির নেতাকর্মীরা গণ অনশন কর্মসূচি পালন করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোণা জেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালন করে।
গণ অনশন কর্মসূচিতে অংশগ্রহন করে জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক,জেলা বিএনপির সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হিলালী, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডঃআরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু,সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, সম্পাদক সাহাব উদ্দিন রিপন, জেলা তাঁতী দলের সভাপতি আজিজুল হক,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল,সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃআকিকুর রেজা খোকন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক,জেলা ছাত্র দলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম হোসেনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।