নেত্রকোণা জেলা বিএনপির বিক্ষোভ মিছিলের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৬ মে) সন্ধ্যায় সদর থানা ও পৌর আওয়ামীলীগের উদ্যাগে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, উপজেলা জেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান মানিক,উপজেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমি,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান,সহ আওমীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ, মৎস্যজীবি লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।