নেত্রকোণার পূর্বধলায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে “আশা”র উদ্যাগে রিজিয়নাল ম্যানেজার পূর্বধলা অঞ্চল মোঃ ফারুক আলমের সভাপতিত্বে হোগলা স্বাস্থ্যসেবা কেন্দ্রের আয়োজনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আশা”র সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আব্দুল লতিফ। অন্যদের মধ্যে ছিলেন হোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন, আশার হোগলা শাখা ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান, আশার পূর্বধলা সদর ব্রাঞ্চ এর শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমানসহ আরো অনেকে। পরে এলাকার গরিব ও অসহায় দুই শতাধিক পুরুষ মহিলার চিকিৎসা প্রদান করা হয়।