মহান বিজয় দিবস উপলক্ষ্যে নেত্রকোণায় রিকোভারী ও মাদকাসক্ত রোগীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণার আয়োজনে স্বপ্ননীড় বেসরকারী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ মাহাবুব আলমের সভাপতিত্বে স্বপ্ননীড় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশিক নূর। অন্যান্যদের মধ্যে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিন, মেডিকেল অফিসার ডাক্তার উম্মে সামশাদ রুবাইদা (পায়েল)সহ আরো অনেকে।