সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, “শিক্ষার মাধ্যমেই পরিবর্তন সম্ভব এবং পরিবর্তনের মাধ্যমেই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় বাংলাদেশ ক্রমেই উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি সহ সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন ঘটছে।”
আজ শনিবার (১১ জুন) সকালে নেত্রকোণার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নে চল্লিশ কাহনিয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
২কোটি ৩৩লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪র্থ তলা এই একিডেমিক ভবনটি নির্মাণ করা হয়েছে।
বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি রতন কুমার সাহা রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মাহমুদ, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক দিপক ধর গুপ্ত, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী কামাল, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।