“পুষ্টি পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ পালিত হয়েছে।
আজ বুধবার (১ জুন) সকালে নেত্রকোণা জেলা প্রানীসম্পদ দপ্তর থেকে একটি রেলি রে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা জেলা প্রানীসম্পদ দপ্তর নেত্রকোণায় অফিস মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন (এমপি) হাবিবা রহমান খান শেফালী পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ শহীদুল্লাহ, জেলা ভেটেরিনারি অফিসার ডা. আবুল বাসার, জেলা কৃত্রিম প্রজনন কর্মকর্তা দীপক কুমার সরকার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.মোঃ রিজভী আহম্মেদ, জেলার খামার এসোসিয়েশনের সভাপতিসহ সকল খামারিবৃন্দ।