নেত্রকোণায় বিশ্ব নদী দিবস ২০২২ উদযাপিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড নেত্রকোণার আয়োজনে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জাহান, নেত্রকোণা সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার,নেত্রকোণা পৌরসভার প্যানেল মেয়র এস.এম. মহসিন আলমসহ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগন। পরে জেলার নদীগুলো কিভাবে রক্ষা করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে।