নেত্রকোণায় বিশ্ব মৃত্তিকা দিবস ২০২২ পালিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক ও মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট নেত্রকোণার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপ-পরিচালক ডিএই মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, প্রধান বিজ্ঞানিক কর্মকর্তা নেত্রকোণা নীলিমা আক্তার কোহিনুর, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ (এফ.আর.এস.বি) সাংবাদিক সংগঠন নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হাসানসহ আরো অনেকে।