
নেত্রকোণায় বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৮ বছর পদার্পন উপলক্ষে আলোচনাসভা,কেক কাটা ও র্যালী হয়েছে।
আজ সকালে নেত্রকোণা জেলা প্রেসক্লাব হল রুমে আলােচনাসভা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন , জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত সরকার সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সুহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ফখরুজ্জামান জুয়েলসহ নেত্রকোণায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান । সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি আগামীর পথ চলা আরো সুন্দর হোক এই প্রত্যাশা করেন। আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটা হয়।
পরে একটি আনন্দ র্যালী জেলা প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে কয়েকটি সড়ক ঘুরে একইস্থানে এসে শেষ হয়।