“ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোণায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সাংবাদিকদের অংশগ্রহণে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক এক অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ইপিআই ভবনে জেলা সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়ার সভাপতিত্বে অরিয়েন্টেশন সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নেত্রকোণায় আগামী ১১ ডিসেম্বর থেকে ৪ দিনব্যাপী স্বাস্থ্যবিধি মেনে ২ হাজার ১শত ৪২টি কেন্দ্রে ৩ লাখ ৮৬ হাজার ৮৬৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।