নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামের মগড়া নদীতে অবৈধভাবে বাঁধ নির্মান করে মাছ ধরে এলাকার একটি কুচক্রীমহল।
আজ সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার এর নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তার সহযোগিতায় এ অবৈধ বাঁধ ভেঙে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চল্লিশা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহাবুব মজিদ, ইউপি মেম্বার মোঃ আব্দুল হালিমসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পরে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার বলেন, অবৈধভাবে নদীতে কেউ বাঁধ নির্মান করলে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।