নেত্রকোণায় নানা কর্মসূচীতে পালিত হয়েছে মহান মে দিবস দিবসটি উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানান কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা।
দিবসটি উপলক্ষে শহরের মোক্তারপাড়া থেকে সকালে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের নেতৃত্বে র্যালী বের হয়।
এছাড়া জেলা ভ্যান-রিক্সা শ্রমিক লীগ,বিদ্যুৎ শ্রমিক লীগ,সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, জেলা মঠরযান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে।
পরে পাবলিক হলে অতিরিক্ত জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে মে দিবসের আলোচনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,পুলিশ সুপার আকবর আলী মুনসি,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র নজরুল ইসলাম খান,রেডক্রিসেট সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমূখ।