প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ শুচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্টানসহ নানা শ্রেনিপেশার মানুষ শহীদ সৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
সকাল ৮টায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠে শিশু সমাবেশ, মনোঙ্গ কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মসজিদ, মন্দির, গির্জায়, প্যাগোডায় বিশেষ প্রার্থনা, সরকারি শিশু সদন, হাসপাতাল, জেলখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়।
এদিকে জেলার পূর্বধলাসহ বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।