মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে নেত্রকোণা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বিনামূল্যে ১ হাজার মানুষকে দিনব্যাপী চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
আজ সকাল ১১ টায় মোহনগঞ্জ উপজেলার মাঘান উচ্চ বিদ্যালয়ের মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্ভোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জের পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ৬ আনসার ব্যাটালিয়ন (জারিয়া) নেত্রকোণার পরিচালক আসলাম শিকদার, মোহনগঞ্জ পৌরসভার মেয়র এডভোকেট লতিফুর রহমান (রতন), মাঘান সিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। সেবাদান কেন্দ্রে বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন, আনসার ভিডিপি হাসপাতালের ডাঃ মোঃ মুসফিক উস সালেহীন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তবর্গ উপস্থিত ছিলেন।