রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
আটপাড়ায় ব্যাটারি চালিত অটো রিকশা চুরি, দিশেহারা চালক কেন্দুয়া পৌরসভার কোভিড-১৯ রেসপন্স প্রকল্পের কাজের উদ্বোধন নেত্রকোণায় বাউল সম্রাট রশিদ উদ্দিনের ১৩৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে “বাউল উৎসব” বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আটপাড়ায় আনন্দ মিছিল নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ  নেত্রকোনায় চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন(সিডিএ) শীতবস্ত্র বিতরণ কেন্দুয়ায় সরকারি খাল দখল নিয়ে উত্তেজনার অবসান কেন্দুয়া সরকারি কলেজ সমাচার আটপাড়ায় পিঠা উৎসব: তারুণ্যের উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা নেত্রকোনার কেন্দুয়ায়  জিসাস এর নতুন কমিটি গঠন

নেত্রকোণায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন-সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি।

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৮৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণা জেলা কমান্ড কাউন্সিল আজ শনিবার “মুজিব বর্ষের আলোচনা সভা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মিলাদ, দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রইছ মো.হাবিব খান মুক্তির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির চার বারের সফল সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান মো.সোলায়মান মিয়া, প্রতিষ্ঠাতা মহাসচিব বীর মুক্তিযোদ্ধার সন্তান শফিকুল ইসলাম বাবু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, সহ-সভাপতি অধ্যক্ষ গোলাম রসূল তালুকদার,যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.নজরুল ইসলাম খান,যুগ্ম-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো.জিল্লুর রহমান খান নোমান, একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খসরু বীর প্রতিক, বীর মুক্তিযোদ্ধা বাবু সুকুমার সরকার, জেলা আওয়ামীলীগের সদস্য আবুল মনসুর আহমেদ, জেলা আওয়ামীলীগের সদস্য খায়রুল কবির খোকন, ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আহব্বায়ক কেশব রঞ্জন সরকার, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহব্বায়ক মো.জামিউল ইসলাম খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে আহমদ হোসেন বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন, সুশাসন-আইনের শাসন। ৭১,৭৫,২১শে আগষ্টের খুনিরা বিএনপি’র পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে একটি জাতীয় পতাকা অর্জন করেছি সেই পতাকা মুক্তিযুদ্ধের সন্তান ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিদের হাতে থাকবে। বিএনপি একটি ফাউল সংগঠন বিএনপি ফাউল করবে আর আওয়ামীলীগ গোল করবে। বিএনপি নির্বাচনে না আসলেও অন্যন্য সংগঠন নির্বাচনে অংশগ্রহণ করবে। নিউমার্কেটে ব্যবসায়ী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে বিএনপি।

এর মধ্যে সংঘর্ষের ভিডিও দেখে পুলিশ বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেফতার করেছে। তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আশা করি, মকবুলকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার নেপথ্যের কুশিলবদের খুঁজে বের করবে পুলিশ। দেশকে অস্থিতিশীল করতে বিএনপি পরিকল্পিতভাবে হামলা করেছে। শেখ হাসিনার রাজনীতির কাছে সকল ষড়যন্ত্র পরাস্ত হবে। বিএনপি দুর্নীতি করে দেশের মানুষের কাছে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হয়েছে। তারা আর ক্ষমতার সাদ পাবে না। বিএনপি শুধু দিবাস্বপ্ন দেখবে। জনগণ দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করেছে। তাদের আর ক্ষমতার দিবাস্বপ্ন দেখে লাভ নেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin