আজ ৯ ডিসেম্বর নেত্রকোণা হানাদার মুক্ত দিবস। প্রতি বছরের ন্যায় এ বছরও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় কালেক্টর প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন তালুকদারসহ সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন।
পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কাজি আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলার বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
১৯৭১ সালের এই দিনে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে নিহত হয় তিন বীর মুক্তিযোদ্ধা। হানাদার মুক্ত হয় নেত্রকোণা।