নেত্রকোণায় বর্ণীল আয়োজনের মধ্যদিয়ে আওয়ামী মৎসজীবীলীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ সকাল ১০টায় জাতীয় পতাকা ও দলীয় উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়ে শহরের ছোট বাজার, শহীদ মিনার, মেছুয়া বাজার, তেরী বাজার ঘোরে এসে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে ১১টায় সংঘটনটির আহব্বায়ক গাজী মোসাদ্দেক হোসেন রতন ও সদস্য সচিব মোঃ আলমগীর কবিরের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বন্যাঢ্য আনন্দ মিছিল বের হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন চন্দ্র সরকার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক গাজী কামাল, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে মিছিল শেষে দলীয় কার্যালয়ে আহবায়ক গাজী মোসাদ্দেক হোসেন রতনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আলমগীর কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিন খান আছাদ, জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক সৈয়দা শামসুন্নাহার বিউটি, জেলা কৃষক লীগের আহবায়ক শহীদ আহম্মদ, জেলা ছাত্র লীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার প্রমূখ।
এ সময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।