যায়যায়দিন পত্রিকার ১৭ বছরে পর্দাপন উপলক্ষে নেত্রকোণায় সফলতার সাথে ১৬ বছর অতিক্রম করে ১৭ বর্ষে পদার্পণ করলো। আজ দুপুরে (৬ জুন) নেত্রকোণা প্রতিনিধি চন্দন চক্রবর্তী সঞ্চালনায় নেত্রকোণা পৌরসভার হলরুম মিলনায়তনে পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে জেলার সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কমার রায়, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন খান,জেলার রাজনৈতিক,সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ জেলা উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে অনুষ্ঠানে বক্তারা যায়যায়দিন পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উত্তর উত্তর সমৃদ্ধি অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।