নেত্রকোণায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে উপ-পরিচালক মোঃ হারুন- অর- রশিদের সভাপতিত্বে যুব উন্নয়নের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের গাজী মোবারক হোসেন, কম্পিউটার প্রশিক্ষক শহীদুল্লাহ্, ডিপিসি কর্ডিনেটর বদরুদুজ্জামান (কাজল), ইলেকট্রনিক প্রশিক্ষক মীর মাসুম রব্বানী, ড্রেস মেকিং প্রশিক্ষক করবী ইয়াসমিন, মৎস প্রশিক্ষক এমদাদুল হকসহ জেলার যুব সমাজ।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের গাজী মোবারক হোসেন, কম্পিউটার প্রশিক্ষক শহীদুল্লাহ্, ডিপিসি কর্ডিনেটর বদরুদুজ্জামান (কাজল), ইলেকট্রনিক প্রশিক্ষক মীর মাসুম রব্বানী, ড্রেস মেকিং প্রশিক্ষক করবী ইয়াসমিন, মৎস প্রশিক্ষক এমদাদুল হকসহ যুবরা।