নেত্রকোণা জেলার পৌরসভার মোক্তারপাড়া ব্রীজের মোড়ে রিক্সাচালকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সকালে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়েছে পৌর শহরের ৬০ জন রিক্সা চালকদের মাঝে লাইন ধরিয়ে শৃঙ্খলা বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকু, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ সহ জেলার কর্তব্যরত ম্যাজিষ্ট্রেটগন।