নেত্রকোণায় শিশুদের পানিতে ডুবে মৃত্যুর প্রতিরোধে কমিউনিটি ভিত্তিক উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার) সকালে সোসিও- ইকোনমিক এন্ড রুরাল এ্যাডভান্সমেন্ট এসোসিয়েশন (সেরা) এর আয়োজনে নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল,জেলা প্রেসক্লাব সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, সাবেক প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দ পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলার সমাজের গন্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিসহ অন্যরা।
বক্তারা বলেন, পানিতে ডুবে যাতে না মারা তাই ১ থেকে ৫ বছরের শিশুদের বর্ষায় সব সময় নজরে রাখতে হবে। আর ৫ বছর হলে সকল শিশুকে সাঁতার শিখাতে হবে। এবং সকলকে অভিহিত করার কথা ব্যাক্ত করতে হবে।
উল্লেখ্য যে, আমরা উঠান বৈঠকের মাধ্যমে গ্রামের প্রত্যেকটা ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে অভিত করতে পারলে হয়ত মৃত্যুর হার কমানো সম্ভব হবে।