০৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী ও ০৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে নেত্রকোণায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
এ সময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়, নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনির হোসেন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।