আজ সকালে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও প্রকল্পে অংশীজনদের সাথে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক রফিকউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, প্রকল্প পরিচালক সেলিম মিয়া, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাংবাদিকবৃন্দ।
পরে প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ভূমি উন্নয়ন কাজ পরিদর্শন করেন।