জাতীয় সেরা ক্রীড়াবিদ হিসেবে সাবেক ফুটবলার, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় জাতীয় পুরস্কার পাওয়ায় আজ শুক্রবার বিকেলে সংবর্ধনা দেওয়া হয়। নেত্রকোণা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা শহরের সাতপাই এলাকায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসোসিয়েশনের সভাপতি সাবেক ফুটবলার সাইফ খান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু নাসের তালুকদার মিলু, যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান, সাবেক ফুটবলার আবদুল কাদির, ইকবাল, শফিক হাওলাদার প্রমুখ।
এ সময় সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে খেলাধূলার বিকল্প নেই। দেশের উন্নয়নে যুব সমাজকে তৈরি করতে হলে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে।