রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নেত্রকোণা পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আব্বাছ আলী খান স্মৃতি মিলনায়তনে সুজন – সুশাসনের জন্য নাগরিক এ অনুষ্ঠানের আয়োজন করে।
সুজনের সভাপতি সাংবাদিক শ্যামলেন্দু পালের সভাপতিত্বে সাংবাদিক আলপনা বেগমের সঞ্চালনায় নাগরিক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, যমুনা টিভির ষ্টাফ রিপোর্টার কামাল হোসেন, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তি, দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক মাহফুজ স্বপন, সাংস্কৃতিক কর্মী নাজনীন সুলতানা সুইটি,শিক্ষক প্রতিনিধি নাঈম সুলতানা লিবন, কবি শাম্মী খান, নগরিক প্রতিনিধি আঃ রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানবীর হায়াত খান, হাঙার প্রজেক্টের স্বমন্বয়কারী এএনএম নাজমুল হোসেন প্রমূখ।