নেত্রকোণায় সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষে দুই জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (১২ মার্চ) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল (৩৫) জেলার কলমাকান্দা উপজেলার শুনই আমবাড়ী গ্রামের আজিজ বেপারীর ছেলে। আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়,নেত্রকোণা-ময়ময়নসিংহ আঞ্চলিক সড়কের সাকুয়া নামক স্থানে সিমেন্টবাহী একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় তা মেরামত করছিল। পরে শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে নেত্রকোণায় ডিম নিতে আসা একটি দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত এবং চালক গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত দুইজনকে গাড়ীর ভিতর উদ্ধার করে। গুরুতর আহত চালক তারিককে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে পুলিশের এস আই মামুন জানান,নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেছে আরেক জনের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। আহত চালককে হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্ঘে প্রেরন করা হবে।