পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে নেত্রকোণায় পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
এ সময় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাঙালির আলোকবর্তিকা জননেত্রী শেখ হাসিনা ডেলটা প্লান তৈরির মাধ্যমে ভৌগলিক অবস্থান অনুযায়ী ছয়টি স্পট চিহ্নিত কর হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো হারাঞ্চল। হাওরাঞ্চলের চৌদ্দটি নদী একযুগে খনন কার্যক্রম শুরুর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল মতিন সরকার, জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম.এল সৈকত সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরে খালিয়াজুড়ি উপজেলার হাওরের কীর্তনখলা বাঁধ পরিদর্শন করেন।