জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, নেত্রকোণা জেলা শাখার আওতায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।কর্মসূচীর আওতায় সকল উপজেলা সহ জেলা সদরে এক যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পন করা হয়।
পরবর্তীতে সকাল ১০.০০ ঘটিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সকলের আত্মার শান্তি কামনায় শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়া,বড়বাজার নেত্রকোনা মন্দিরে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয় এবং দুপুর ১২.০০ ঘটিকায় জুম এপস এর মাধ্যমে এক ভারচুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল আরো উপস্থিত ছিলেন হুমায়ূন কবির,সহকারী পরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, এডভোকেট বিকাস আচার্য্য,সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ,লিটল পন্ডিত, সাধারণ সম্পাদক, কালি বাড়ি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পল্লব কুমার বিশ্বাস, সমর ঘোষ,বিউটল বিশ্বাস সহ নেত্রকোণা জেলার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সকল শিক্ষকবৃন্দ।