তীব্র শীতের কনকনে ঠান্ডা হাওয়া ও ঘন কুয়াশা উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে
নেত্রকোণায় ৫ম ধাপে দুই উপজেলায় ২১ টি ইউনিয়ন পরিষদ নিবার্চনের ভোট গ্রহণ চলছে।
প্রতিটি কেন্দ্রে নিরাপত্তায় রয়েছে আনসার পুলিশ বিজিবি র্যাবসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল টিম।
আজ ৫ জানুয়ারী নেত্রকোণা জেলার কেন্দুয়া ও মদন উপজেলায় ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহন। এতে চেয়ারম্যান প্রার্থী ৯০ জন এবং মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের ৯৩১ জন প্রার্থী অংশ গ্রহণ করছেন।
জেলার দুইটি উপজেলায় আওয়ামীলীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্র ও বিএনপি দলীয় পরিচয় ব্যবহার না করে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
দুই উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৪৮৬ জন ও মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৫০ জন ও হিজরা ৩ জনসহ, মোট ভোটার ৩ লাখ ৩৮ হাজার ৫৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নেত্রকোণা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান,অবাধ নিরপেক্ষ ও সুষ্ট নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।