নেত্রকোণায় ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা হয়েছে।
নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করেন সাংবাদিক কল্যাণ সংস্থা।
এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন, মেজর সৈয়দ আবু বকর ছিদ্দিক পিএসসি অবঃ রাজনৈতিক ও সামরিক বিশ্লেষক। সভাপতিত্ব করেন, ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সভাপতি সাংবাদিক কল্যাণ সংস্থা নেত্রকোণা। আলোচনা সভা সঞ্চালনা করেন লিওয়ার খান, সাধারণ সম্পাদাক সাংবাদিক কল্যাণ সংস্থা নেত্রকোণা। এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্বা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি । শ্যামেলেন্দু পাল, পেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, প্রবিণ সাংবাদিক ও ছড়াকার । এম. মুখলেছুর রহমান, সম্পাদক জননেত্র, সাবেক সাধারণ সম্পাদক নেত্রকোণা জেলা পেসক্লাব। নাজমুস শাহাদাত নাজু, প্রেসক্লাব সদস্য । কবি তানভীর জাহান চৌধুরী।
এই আলোচনা সভায় আরও যারা উপস্থিত ছিলেন, জেলার বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা শাখার সভাপতি শামিম তালুকদার। হাওড় বাছাও আন্দোলনের নেতা ইকবাল হোসেন। সাংবাদিক ও কবি ইয়াছিনুর রহমানসহ জেলার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।