নেত্রকোণা “আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ প্রকল্প”আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক র্দুযোগ বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আয়েজনে এবং নেত্রকোণা জেলা আবহাওয়া অফিসের ব্যবস্থাপনায় গতকাল সকাল ১০.০০ টায় নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে ও সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার গাজী মোবারক হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে ব্যক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, প্রধান আলোচক আবহাওয়াবিদ মোঃ মোনোয়ার হোসেনের ব্যক্তব্য ও ভিডিও চিত্রের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া ও চরম আবহাওয়া জনিত র্দুযোগ টর্নেডোর জন্য নিরাপদ ব্যবস্থা বজ্রঝড়/কালবৈশাখী ঝড়, শিলা, বিদ্যুৎ চমকানো ও বজ্রপাত, ভারী বর্ষণ, দমকা ও ঝড়োহাওয়া, সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি, পানিতে নিমজ্জিত হওয়া, ভারী বৃষ্টি ও বজ্রপাত, দীর্ঘস্থায়ী খরা, শক্তিশালী সাইক্লোন, আকস্মিক বন্যা ও বজ্রপাতের ঝুকি বৃদ্ধি, খাদ্য স্বল্পতার ঝুকি বৃদ্ধি, জলোচ্ছ¡াসের ঝুকি বৃদ্ধি, ইত্যাদি নানা বিষয়ের উপর চিত্র তুলে ধরে এর প্রতিকারে করণীয় জনসচেতানতামূলক আলোচনা আলোকপাত করেন।এ সময় সেমিনারে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ আব্দুল খালেক তালুকদার, মহিলা ভাইসচেয়ারম্যান তুহিন আক্তার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী। সেমিনারে অংশগ্রহণ করেন সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকতাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, বিভিন্ন এনজিও কর্মকতাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ্শিক্ষাথীগণ, মসজিদের ইমাম, এবং নেত্রকোণা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
নেত্রকোণা জেলা উলামালীগের নেতৃত্বে দক্ষিণ বিশিউড়া উপনির্বাচনে নৌকা প্রার্থীর বিজয়ের লক্ষ্যে নির্বাচনী প্রচারণা
শাহ্জাদা আকন্দ নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলা ০৮নং দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার পদ প্রার্থী অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড:আব্দুর রহমান মাস্টারকে ২৫শে মে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ ্্উলামালীগ নেত্রকোণা জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গতকাল দক্ষিণ বিশিউড়া বাজার ও আশে পাশের বিভিন্ন গ্রামে লোকজনের মাঝে নৌকার লিফলেট হ্যান্ডবিল বিতরন ও ভোট চেয়ে নির্বাচনী প্রচারনা দিনব্যাপী চালান। এ সময় তার সঙ্গে ছিলেন উলামালীগ নেতা মোঃ আবু হানিফ উজ্জ্বল, শাহ্ বায়েজিদ সহ জেলা উলামালীগে বিভিন্ন স্তরে নেতাকর্মীবৃন্দ।
এ ছাড়া উল্লেখ্য যে, অপর দিকে দক্ষিণ বিশিউড়া বাজারে দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের সাবেক চার বারের ইউপি চেয়ারম্যান জননেতা আবুল কালাম আজাদ নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন, এ সময় তার সঙ্গে ছিলেন বৈরাটী ইউপি চেয়ারম্যান জননেতা মোঃ আনিসুজ্জামান মোশারফ সহ অন্যান্য নেতৃবৃন্দ, দক্ষিণ বিশিউড়া বাজারের দোকানপাটে তখন নৌকার আলোচনা ধ্বনিতে মূখরিত হয়ে উঠে।