নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় কৃষক আব্দুল কাদির হত্যার বিচার ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গত ২৬ মে ২০২১ সালে আব্দুল কাদিরকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়। আব্দুল কাদির এলাকার অন্যায়ের প্রতিবাদ করায় মেদির কান্দা এলাকার কাশেম, মানিক সহ কয়েকজন মিলে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে।
আজ দুপুর ১২ টায় কাদিরের হত্যাকারীদের ফাঁসি চাই ফাঁসি চাই এই স্লোগানে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় চিনাহালা মোড়ে মেইন
রাস্তায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ সদস্য আবুল খায়ের, মামলার বাদী নিহতের ভাই আবুল হোসেন,ছেলে বাবু, এলাকার মুরুব্বি মন্জিলসহ অনেকেই।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী ও ভোক্তভোগী পরিবার ন্যায়-বিচার ও খুনিদের ফাঁসির দাবী করেন। হত্যাকারীরা এলাকায়
চুরি, ডাকাতি, খুন, অন্যের জমি দখলসহ এই এলাকায় সকল কূকর্মের সাথে জড়িত বলে উল্লেখ করেন এলাকার লোকজন।
তাই এলাকাবাসীর সকলেই কাদিরের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।