নেত্রকোণা কলমাকান্দা উপজেলায় বন্যার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর ধাম,পাবনা বাংলাদেশ ও জেলা শাখা উকিলপাড়া, নেত্রকোণার যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সকালে জেলার কলমাকান্দা উপজেলার বড়কাপন ইউনিয়নে রানাগাঁও হরিমন্দিরে ও কাগজিপাড়া,করিকাকান্দি, হাইলাটি,নাগেরগাতী, চিমটিসহ বিভিন্ন গ্রামে ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রম পাবনার সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন কুমার সাহা (সঃ প্রঃ ঋঃ), নেত্রকোণা জেলা শাখা উকিলপাড়ার আহ্বায়ক দ্বীপক সেন বাচ্চু, প্রাক্তণ সভাপতি সমীরণ চৌধুরী কাচুসহ জেলার অন্যান্য সৎসঙ্গীবৃৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল : ০১৭১৪-৮৮১২৫৫, 01711-451756
ই-মেইল : khobornetrakona@gmail.com, khobornews2021@gmail.com
Copyright © 2025 খবর নেত্রকোণা. All rights reserved.