আজ বৃহস্পতিবার দুপুরে কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কলমাকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, বরখাপন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক জীবন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আলতাবুর রহমান আলতু, নেপাল চন্দ্র সরকার, আব্দুস সামাদ, বিদ্যুৎ তালুকদার ও মৃদুল মহানায়ক প্রমুখ।
সংবাদ সম্মেলন বক্তারা বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় সন্ত্রাসী অঞ্জন ও তার ক্যাডার বাহিনী আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে। আমরা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জানায়।
উল্লেখ্য মাদক ব্যাবসার প্রতিবাদ করায় অঞ্জন ও তার লোকজন গত ৯ ফেব্রুয়ারী রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আওয়ামী লীগ নেতা রঞ্জয় সরকার ও স্বপন সরকারের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে।