নেত্রকোনার দুর্গাপুরে গত বৃহস্পতিবার রাতে চেয়ারে বসাকে কেন্দ্র করে অতর্কিত হামলায় মো. আনোয়ার হোসেন (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন হয় এবং গুরুতর আহত হন মকবুল হোসেন ও চাচাতো ভাই মনির হোসেন। এই খুনের জের ধরে গত শুক্রবার রাতে নিহতের লোকজন প্রতিপক্ষের বাড়ীতে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করে। এ বিষয়ে শনিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে এক অভিযোগ করেন সোহেল মিয়ার পরিবার।
অভিযোগ সুত্রে জানা যায়, ওইদিন স্থানীয় বড়ইউন্দ বাজারে চেয়ারে বসা নিয়ে যে খুনের ঘটনার জের ধরে নিহত আনোয়ারের লোকজন অপর পক্ষের জুয়েল মিয়া, তাঁর বড় ভাই সোহেল মিয়া এবং মরম আলীর ঘর সহ ৬টি বাড়িতে ব্যপক হামলা ও ভাংচুর করে রেখে যায়। পরবির্ততে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রতিপক্ষের বাড়িতে হামলার বিষয়ে মকবুল হোসেন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি সন্তান হারিয়ে এক রকম কাতর। তাদের বাড়িতে তারাই হামলা চালিয়ে আমাদের দোষারুপ করার চেষ্টা করছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনুর এ আলম বলেন, এখন পর্যন্ত আমি কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।