নেত্রকোণায় জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে শহরের ছোটবাজারস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম। সঞ্চালনা করেন, কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ। এছাড়াও দলের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ প্রকাশে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।