বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি বাপসা নেত্রকোণা জেলা শাখার এি-বার্ষিক সাধারণ নির্বাচন সুস্থ ও শান্তিপূর্ণভাবে উৎসব মূখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল নেত্রকোণা পাবলিক হলে। উক্ত নির্বাচনে প্রতিদন্ধিতা করেন সভাপতি পদে ০২ জন সাধারণ সম্পাদক ০২ জন মোট ৭৫ ভোটে। এতে সভাপতি মোহাম্মদ মোতাহার হোসেন ছাতা প্রতীক নিয়ে ৫৩ ভোট পেয়ে বিজয়ীএবং নির্বাচিত ঘোষণা করেন, এবং আমিনুল হক সবুজ চেয়ার প্রতীকে ২২ ভোট পেয়ে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে ০২ জন নির্বাচনে প্রতিদন্ধিতা করেন, এতে মোঃ কামরুজ্জমান আম প্রতীকে ৪৩ ভোট পেয়ে বিজয়ী ও নির্বাচিত ঘোষণা করেন, এবং লিংকন কুমার সাহা রায় আনারস প্রতীকে ৩২ ভোট পেয়ে নির্বাচনে পরাজিত হন। উল্লেখ্য যে-০৪ পদের মধ্যে ০২টি পদ বিনা প্রতিদন্ধীতায় বিজয়ী ও নির্বাচিত হয়েছেন। তারা- হলেন সাংগঠনিক সম্পাদক পদে মুকছেদুল হক মীর এবং অর্থ সম্পাদক পদে রাজিব কুমার সরকার। নির্বাচন কমিশনাল সভাপতি মোঃ মোজাম্মেল হক নির্বাচনে দায়িত্বে সংশ্লিষ্ট সকালকে ধন্যবাদ জানান একটি অবাধ ও সুস্থ্য নির্বাচনে তাকে সার্বিক সহযোগিতা করার জন্যে এবং উক্ত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন (বাপসা) ময়মনসিংহ বিভাগী সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান। নির্বাচনে পরিচালনা কমিটিতে সার্বিক সহযোগিতা ছিলেন সদস্য সচিব রাশিদুল হাসান, মোঃ আবুল কালাম, মোঃ আলমগীর আলম, মোঃ সাফায়েৎ হোসেন, মান্নান হোসেন, জুয়েল রানা সরকার, এবং সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম ও প্রবণ সামান্ত প্রমূখ। নির্বাচনে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের ইউপি-চেয়ারম্যান ও ইউপি সদস্যগণএবং বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত সুধীজন।