নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের জাউশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং নেত্রকোণা জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি হাজী একে এম সিরাজুল হক মাস্টার আজ সকাল এগারোটা তিরিশ মিনিটে জাউশি নয়া পাড়া নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল ফরমাইয়াছেন মৃত্যুকালে তাহার বয়স হয়েছিলো ১১০ বছর।
মরহুমের জানাযা নামাজ আজ বিকাল ৬ ঘটিকায় বাগড়া ফাজিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন মৃতের ভাতিজা একে এম এরশাদুল হক জনি। তিনি স্ত্রী, চার পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।