নেত্রকোণা জেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৭ এপ্রিল) জেলা প্রেসক্লাবের হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, , প্রেসক্লাবের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহার চৌধুরী, সাধারণ সম্পাদক এম. মুখলেছুর রহমান খান , সিনিয়ার সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পাল, সানোয়ার হোসেন ভূঁইয়া, সুশীল সামাজের প্রতিনিধিসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।