আজ ২৭ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন কর্মসূচী পালন করে।
কর্মসূচি শুরু হয় সকাল সাড়ে সাতটায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। সকাল আটটায় শহরের বিভিন্ন জায়গায় সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। বিকাল তিনটায় নাগড়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বিকাল সাড়ে চারটায় দলীয় কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষন ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রত্যক্ষ করা হয়।সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব মারুফ হাসান খান অভ্র,, সাধারণ সম্পাদক খায়রুল হাসান লিটু সহ জেলা,থানা ও পৌর শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।