নেত্রকোণা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৪ টায় বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুল প্রাঙ্গনে এ বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনার সভাপতিত্বে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) অমিনেষ সোম, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোণা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোণা জেলা শাখার সভাপতি রবিউল আওয়াল শাওন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম শাহজাহান কবিরসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
পরে প্রধান অতিথি বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। পরিশেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।