বাংলাদেশ আওয়ামীলীগ নেত্রকোণা পৌর শাখার উদ্যোগে শুক্রবার ছোটবাজার দলীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিয়র রহমান খান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইফতেখার উদ্দিন মাসুদ, অধ্যাপক ভজন সরকার, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক ও রেড ক্রিসেন্টের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, পৌর আওয়ামীলীগের সভাপতি অর্পিতা খানম সুমী, সাধারন সম্পাদক টিটু দত্ত রায়সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।