বিশ্ব মা দিবস উপলক্ষে নেত্রকোণা কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় শিক্ষার্থী এবারের এসএসসি পরীর্ক্ষাথী অঙ্গনা চৌধুরীর মা পার্বতী চৌধুরীকে অত্র বিদ্যালয় থেকে সংবর্ধনা এবং ক্র্যাষ্ট প্রদান করা হয় ।
রবিবার বিকালে জেলা শহরের মোক্তারপাড়ায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপির বাসায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পার্বতী চৌধুরীর হাতে ক্র্যাষ্ট তুলে দেন ।
এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক প্রবীন সাংবাদিক শ্যামলেন্দু পাল, কবি শিমুল মিল্কী, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শংকর সেন সহকারী শিক্ষক অনন্যা পাল প্রতিবন্ধী শিশুদের মা ও প্রতিবন্ধী শিশুরা ।
উল্লেখ্য, বুদ্ধি প্রতিবন্ধী স্কুল থেকে এবার প্রথমবারের মত পার্বতী চৌধুরীর কন্যা অঙ্গনা চৌধুরী এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।
এ কারণেই প্রতিবন্ধী সন্তানের প্রতি একজন মার সেবাকে সম্মান করে এই ক্র্যাস্ট প্রদান করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ,অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জানান ।