গতকাল সকাল ১১ টায় নেত্রকোণা জেলা সদর হাসপাতাল ইপি আই ভবনের মিলায়তনে সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য অধিদপ্তর কতৃক লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন-স্বাস্থ্য শিক্ষা বুরো আয়োজনে- “ভেজালমুক্ত খাবার গ্রহণ-সুস্থদেহ সুন্দর মন” এই পংকিকে সামনে রেখে নিরাপদ খাদ্য- নিশ্চিত ও ভেজাল-খাদ্য প্রতিরোধ অবহিত করেন কর্মশালা ও সচেতনতামূলক প্রচার অভিযান অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা সিভিল সার্জন ডা:সেলিম মিয়ার সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা বুরো অফিসার মোঃ জানে আলম এর পরিচালনা অবহিত করেন কর্মশালার শুরুতেই নেত্রকোণা সিভিল-সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফারিয়া আজনাঈন ছুটির উপস্থাপনার ভিডিও চিএের ভেজাল খাদ্য প্রতিরোধ-কি কি করনিয় এবং জন্ডিস টাইফয়েড ক্যান্সার, লিডার সিলুসি সহ মারাত্তক জটিল রোগে আকান্ত হয় তা তুলে ধরে বুঝিয়ে দেন।
পরে এ বিষয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা সেনিটারী ইন্সেপেকটর মোঃ আব্দুর হক মানিক। কর্মশালার অংশগ্রহণকারীর মধ্যে-বক্তব্য রাখেন, নেত্রকোণা চেম্বার অব কমার্স এর পরিচালক মোঃ খাইরুল ইসলাম বাবুল, নেত্রকোণা পৌর কাউন্সিলার চিত্র রঞ্জন সরকার, মহিলা কাউন্সিলার শিমুল চৈধুরী বেবী, সাংবাদিক শিমূল মিল্কী, আ.ম, মোঃ আজিজুর রহমান আকন্দ শাহ্জাদা, এনজি ও র প্রতিনিধি-আব্দুল মতিন- প্রধান শিক্ষকা শুকলা রাণী নাহার, বেকারী মালিক মোঃ আব্দুল ছালাম সেলু, মুদি দোকান মালিক মোঃ ফরহাদ, হোটেল মালিক দীপক সাহা, ক্রেতা মোঃ ওবায়দুর হক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন- অফিসের – জেলা ইপি আই সুপারিন টেন ডেন্ট মোঃ ফজলুল বারী, সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার বিপ্রেশ সরকার সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনজিও প্রতিনিধি, হোটেল মালিক, মুদির দোকান মালিক ক্রেতা ও মালিক গণ। উল্লেখ্য যে, অবহিত করন কর্মশালার অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী সকলে মিলে সিভিল সার্জন অফিসের সামনে থেকে পিকাপ বেন ব্যানার দিয়ে সাজিয়ে হেন্ড বিল জন সাধারলের হাতে বিতরণের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভেজাল খাদ্য প্রতিরোধ সচেতনতামূলক প্রচার অভিযানের এক র্যালী শহরে বের হয়।