নেত্রকোণা মডেল থানার পুলিশ শনিবার রাতে জেলা শহরের রাজুর রাজারে বিশেষ অভিযান চালিয়ে ৩৪০৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এ উপলক্ষ্যে নেত্রকোণা জেলা পুলিশ রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের সার্বিক তত্বাবধানে ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে একটি অভিযানিক টিম শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের রাজুর রাজারে অভিযান চালিয়ে মাদকের চালান হস্তান্তরের সময় ৩৪০৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করে। আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার ফরাঙ্গাচর গ্রামের মোঃ দেলোয়ারের পুত্র মোঃ মনির উদ্দিন (২৭) ও নেত্রকোনা পৌর এলাকার বাহির চাপড়া গ্রামের মৃত আব্দুল মুকিতের পুত্র আবুল খায়ের মঈন ফারুক (৪৬)।
তিনি আরো জানান, এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার এস আই আশরাফুজ্জামান বাদী হয়ে ১৬ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।