“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার ” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণা মডেল থানার উদ্যোগে শনিবার দুপুরে জেলা শহরের সাতপাই লেভেল ক্রসিং সিএনজি স্ট্যান্ড এলাকায় মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতার লক্ষে মাস্ক বিতরণ করা হয়।
এসময় সিএনজি ও ইজিবাইক চালকদেরকে সরকার ঘোষিত বেঁধে দেয়া স্বাস্থ্য বিধি মেনে চলা ও মাস্ক ছাড়া কোন যাত্রী যেন গাড়িতে পরিবহন না করা হয়, সেই ব্যাপারে চালকদেরকে সচেতন থাকার উপর গুরুত্বারোপ করা হয়।
মহামারি করোনার ভয়াবহতা এবং করোনা প্রতিরোধে করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার সাকের আহম্মেদ। এতে আরও বক্তব্য রাখেন ওসি তদন্ত মোঃ সোহেল রানা, জেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহসহ মডেল থানায় কর্মরত অন্যান্য পুলিশসদস্যবৃন্দ।
এসময় পরিবহন শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।