নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে মাটি ভরাটের কাজ চলমান থাকলেও অবকাঠামো নির্মাণে এখনো অনুমোদন পায়নি ঠিকাদারি প্রতিষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের ভিসি রফিকউল্লাহ খানের নিকট থেকে জানা যায়, একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের টেন্ডার হয়েছে কিন্তু এখনও অনুমোদন হয়নি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঠদান এবং প্রশাসনিক কাজ করার জন্য দ্রুততার সাথে অনুমোদন প্রয়োজন। প্রকল্পের চারটি টেন্ডার এর মধ্যে শুধু মাত্র ভূমি উন্নয়নের টেন্ডার অনুমোদন হয়েছে। তবে ছাত্র -ছাত্রীদের পাঠদান করানোর জন্য একাডেমিক ভবনের সাথে প্রশাসনিক ভবনের টেন্ডারটিরও অনুমোদন প্রয়োজন। প্রশাসনিক ভবনের টেন্ডার অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয় হতে সিসিজিপিতে প্রেরণ করা হয়েছিল এবং আপনি আবার ফিরিয়ে এনেছেন। মাননীয় শিক্ষা মন্ত্রী, সেটাকে আবার অনুমোদনের জন্য সিসিজিপিতে পাঠানো যায় কিনা।
জানা যায় হাতে খুব বেশি সময় নেই। আগামী ৩০ নভেম্বর, ২০২১তারিখ প্রশাসনিক ভবনের টেন্ডার validity মেয়াদ শেষ হয়ে যাবে এবং আগামী ২ ডিসেম্বর, ২০২১ তারিখ একাডেমিক ভবনের টেন্ডার validity মেয়াদ শেষ হয়ে যাবে।